পারিবারিক জীবনে আমরা অনেকেই কম্পিটার পরিবারের অন্যান্য সবার সাথে শেয়ার করি।মনের কথা অন্য কেউ পড়ে ফেলার ভয় থেকেই যায়। অবশ্য একাউন্ট আলাদা হলে সে ভয় থাকে না।অনেকেই আবার ডায়েরী লিখতে পছন্দ করেন।এমন ব্যাক্তিদের কথা চিন্তা করে PIOMONE সফটওয়্যার কোম্পানীটি বানিয়েছে এই সফটওয়্যারটি।নিরাপদ এবং পাসওয়ার্ড প্রটেক্টেড।
লিখে রাখতে পারবেন মনের যত কথা,এ্যাড করতে পারবেন ছবি,কার্টুন।যারা লিখতে চান না কিন্তু ডায়েরী ব্যবহার করতে চান তাদের জন্যও রয়েছে বিশেষ অপশন।”ভয়েস রেকর্ডিং”।হ্যাঁ আপনি আপনার মনের কথাগুলো রেকর্ডিং করতে পারবেন এবং নিদৃষ্ট দিনে তা শুনতে পারবেন।
যারা ডাউনলোডে আগ্রহী তারা ডাউনলোড করতে পারেন মাত্র ৬.৭৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি মিডিয়া ফায়ার থেকে।
এবার কী’জেন খুলে পাসওয়ার্ড নিয়ে ফুল ভার্সন করে ফেলুন।
আসুন দেখু সফটওয়্যারটির একটি পরিপূর্ণ ছবি।
আরো অনেক কিছু আছে যার বিস্তারীত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন আপনাকে পৌঁছে দেবে এদের অফিসিয়াল সাইটে।
এবার উপভোগ করুন আপনার মনের মত সফটওয়্যারটি।
লিখে রাখতে পারবেন মনের যত কথা,এ্যাড করতে পারবেন ছবি,কার্টুন।যারা লিখতে চান না কিন্তু ডায়েরী ব্যবহার করতে চান তাদের জন্যও রয়েছে বিশেষ অপশন।”ভয়েস রেকর্ডিং”।হ্যাঁ আপনি আপনার মনের কথাগুলো রেকর্ডিং করতে পারবেন এবং নিদৃষ্ট দিনে তা শুনতে পারবেন।
যারা ডাউনলোডে আগ্রহী তারা ডাউনলোড করতে পারেন মাত্র ৬.৭৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি মিডিয়া ফায়ার থেকে।
এবার কী’জেন খুলে পাসওয়ার্ড নিয়ে ফুল ভার্সন করে ফেলুন।
আসুন দেখু সফটওয়্যারটির একটি পরিপূর্ণ ছবি।
আরো অনেক কিছু আছে যার বিস্তারীত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন আপনাকে পৌঁছে দেবে এদের অফিসিয়াল সাইটে।
এবার উপভোগ করুন আপনার মনের মত সফটওয়্যারটি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন