CYBER LIFE. MAKE UR LIFE EASY

Features Content Here. Latest Antivirus, cool updates of technology, Latest game, latest tune on common problem, TV-seriz , Anime and So on. we try to make ur life easy. so stay with us.

ইনস্টল করুন উইন্ডোজ এক্সপি ১০ মিনিটের কম সময়ে

শুক্রবার, ৫ আগস্ট, ২০১১

অনেকের হয়তো জানা আছে তবু ও শেয়ার করছি নতুনদের কাজে লাগতে  পারে।
এই ছোট টিপ যারা ​​প্রায়ই উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ইনস্টল করেন তাদের জন্য খুব সহায়ক হবে. সাধারণত অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের সময় 40 মিনিট পর্যন্ত সময় নেয়, কিন্তু এই  টিপস এর মাধ্যমে আপনি এখন 10 মিনিট  করতে পারবেন.
১. উইন্ডোজ এক্সপি সিডি দিয়ে বুট করান।
২. পরে সম্পূর্ণরূপে সব ফাইল লোড হলে , আপনি পার্টিশন নির্বাচন অপশন পাবেন.“c”.নির্বাচন করুন.
৩. এখন পার্টিশন টি  ফরম্যাট ফরম্যাট করেন  স্বাভাবিক NTFS বা FAT
৪।একবার ফরম্যাট সম্পন্ন হলে সেটআপ ইনস্টলেশনের জন্য আবশ্যক সব ফাইল কপি করা হয় আপনার সিস্টেম পুনরায় Restart নিবে অথবা আপানে এন্টার টিপে Restart করান।
এখন এখানে থেকেই 10 মিনিট  এ কাজ করানো  শুরু.
৫. পুনরায় বুট করার পরে, আপনি একটি পর্দা দেকতে পাবেন অপারেটিং সিস্টেম ইনস্টলেশন শেষ হতে 40 মিনিট সময় লাগবে।
নিচের ছবির মত
windows xp pro vmware player 1 ইনস্টল করুন উইন্ডোজ এক্সপি ১০ মিনিটের কম সময়ে
৬. এখন Shift + F10 প্রেস কী চাপেন  প্রর্দশিত হবে কমান্ড প্রম্পট.
৭.Enter “Taskmgr” কমান্ড প্রম্পট উইন্ডোর এ.নিচের ছবির মত একটি  টাস্ক ম্যানেজার খুলবে.
25 265x300 ইনস্টল করুন উইন্ডোজ এক্সপি ১০ মিনিটের কম সময়ে
৮. প্রসেস ট্যাবে ক্লিক করুন >এখানে  setup.exe বাহির করেন>Setup.exe উপর রাইট ক্লিক করুন> Set Priority > নির্বাচন করেন  High or Above Normal।
সমস্ত সম্পন্ন ..!!!
আর কিছু করতে হবে না এবার দেখুন কিভাবে দ্রুত ইনস্টলেশন প্রক্রিয়া সমাপ্ত হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন